আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রচার নিষিদ্ধ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) এবং ইউটিউব চ্যানেলে কোনো সংবাদ প্রচার করা যাবে না। আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রকাশ বন্ধে মন্ত্রণালয় শিগগিরই বিজ্ঞপ্তি জারি করবে।

- Advertisement -

আজ সোমবার দুপুরে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

- Advertisement -google news follower

হাছান মাহমুদ বলেন, ‘আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা নিয়ম বহির্ভূত।

গণমাধ্যম নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। সেই আইন অনুযায়ী এগুলো সংবাদ প্রচার করতে পারবে না। আজকালের মধ্যে এটি বন্ধে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সিনেমার সুদিন ধীর ধীরে ফিরে আসছে। নতুন সিনেমা হলও ধীরে ধীরে চালু হচ্ছে।

এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পী সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী। পরে এফডিসির অভ্যন্তরে অনুষ্ঠিত হয় র‍্যালি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM