খেলার মাঠেই খেলোয়াড়ের হাতে আম্পায়ার খুন

0

ম্যাচ চলাকালীন সময়ে একটি নো বলের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তর্কাতর্কির জেরে আম্পায়ারকে খুন করেছেন এক ক্রিকেটার।

ভারতের ওড়িশা রাজ্যে কটক জেলার চৌদ্দার পুলিশ থানার অন্তর্গত মাহিসালান্দা গ্রামে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।

রবিবার (২ এপ্রিল) সেই স্থানে একটা স্থানীয় ক্রিকেট ম্যাচ চলছিল। সেই ম্যাচে মাহিসালান্দা গ্রামের বাসিন্দা লাকি রাউত নামে ২২ বছরের এক যুবক আম্পায়ারের ভূমিকা পালন করছিলেন।

ম্যাচ চলাকালীন সময়ে তিনি একটা নো বলের সিদ্ধান্ত দেন। কিন্তু ফিল্ডিংয়ে থাকা দল তার সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি।

পরে আম্পায়ারের সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এক পর্যায়ে বাগবিতণ্ডা শুরু হয়। ঝামেলায় জড়িয়ে পড়ে দুই দল।

বাগবিতণ্ডা চলার সময় সমতিরঞ্জন রাউত ওরফে মুন্না নামে এক যুবক হঠাৎই ছুরি দিয়ে লাকি রাউতকে আক্রমণ করেন।

একাধিক আক্রমণে মারাত্মক আহত রাউতকে স্থানীয় লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্র: ওড়িশা টিভি

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM