যুক্তরাষ্ট্রে টর্নেডো: ২১ জনের মৃত্যু

0

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে তান্ডব চালিয়েছে টর্নেডো। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ৫০ জনকে।

এমন অবস্থায় মিসৌরি ও আরকানসাস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্য দুটিতে টর্নেডোর কারণে হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবারের মৌসুমে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে আরও কয়েকটি শক্তিশালী টর্নেডো বয়ে যেতে পারে। এর মাঝে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে প্রাণঘাতী টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM