চন্দনাইশে আগুনে চার দোকান ও বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের চন্দনাইশে আগুন লেগে চার দোকান ও বসতঘর পুড়ে গেছে। রবিবার (২ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলা পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডস্থ সদর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

- Advertisement -google news follower

তথ্রটি নিশ্চিত করেছেন চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও পৌর সদরে শামসুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন (গ্রিল ওয়ার্কশপ), বাবুল নাথের ছেলে সুজিত নাথ (রিকশা যন্ত্রাংশের দোকান), রাহুল রায় ও শিখা শীলের দুটি বসতঘরের ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -islamibank

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM