সাতকানিয়ায় তিন গরু চোরকে আটকে গণধোলাই

0

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারে করে গরু চুরি করতে এসে স্থানীয়দের কাছে গণধোলাই খেয়েছেন তিন চোর। গণপিঠুনিতে আহত চোরদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণধোলাইয়ের শিকার তিন চোরের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন পৌরসভার ৪নং ওয়ার্ডের মনছুরের ছেলে আরমান আনোয়ার ও অপরজন ফয়সাল (৩৮)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় বান্দরবান সদরের গোয়ালিয়া খোলার পুরাতন ব্রিকফিল্ড নামক এলাকা থেকে চোরের দল একটি গরু প্রাইভেট কারে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রাইভেটকারের পিছু নেন এবং বাজালিয়া এলাকায় তাদের স্বজনদের মুঠোফোনে জানিয়ে দেন।

পরে স্থানীয়রা বাজালিয়ার অলি আহমদ বীর বিক্রম কলেজ এলাকায় প্রাইভেটকারটির গতিরোধ করলে এক ব্যক্তি পালিয়ে যান। এ সময় তিনজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেন এবং প্রাইভেটকারটি ভাঙচুর করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাঙচুর করা প্রাইভেটকার ও গরুটি পুলিশ হেফাজতে আছে।

গণপিটুনিতে গুরুতর আহত তিন ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM