মদিনা ইসলামি মিশনের সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন

0

ধর্মীয় ও সমাজ সংস্কারমূলক সংগঠন মদিনা ইসলামি মিশন বাংলাদেশের দ্বি—বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল জামিয়াতুল ফালাহ কনফারেন্স হলে গত ৩১ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন আশরাফীর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামী আলকাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের নিউ দিল্লি সুন্নি ইসলামি মিশনের চেয়ারম্যান মাওলানা নাবিল আকতার নাওয়াজী নক্সবন্দী। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক নূর মুহাম্মদ রানা।

উদ্বোধক ছিলেন আহলা দরবারের নায়েবে সাজ্জাদনশীন শাহজাদা মুফতি সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ মাইজভান্ডারি, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, সম্মেলনে কাউন্সিলর ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার সম্পাদক মাস্টার আবু হোসাইন, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, আলহাজ্ব এম এ সবুর, আলহাজ্ব মুহাম্মদ মান্নান খান আশরাফী, মুহাম্মদ মুছা, লায়ন মুহাম্মদ জানে আলম। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ ইউনুস হাসান চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদুর রহমান, শাহজাদা মীর জসিম উদ্দিন, ডাক্তার নুরুল আবসার খান, অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ইতিহাসবিদ সোহেল ফখরুদ্দিন, মাওলানা সোহাইল আনসারী, আলহাজ্ব সৈয়দ ফরিদ উদ্দিন মাসউদ, এডভোকেট মীর ফেরদৌস, শাহজাদা সৈয়দ গোলাম রসূল, ব্যাংকার এস এম ইয়াকুব, সংগঠক ও লেখক হারুন পাশা, কবি তসলিম খাঁ, সাংবাদিক কামাল পারভেজ, শেখ আলাউদ্দিন, সাংবাদিক ফোরকান আবু, মাওলানা নাছির উদ্দিন চৌধুরী, আব্দুল মোতালেব সেলিম মাইজভান্ডারি, সাংবাদিক মুহাম্মদ আরাফাত, জুলফিকার আলী, দিদার চৌধুরী, মাওলানা জয়নাল আবেদিন, হাফেজ মুহাম্মদ সাহেদ, শোয়ায়েব রেজা কাদেরী, মুহাম্মদ রাসেল ইসলাম, জুনায়েদ উদ্দিন কাদেরী, আহমদ রেজা, প্রমূখ।

ইফতার মাহফিল শেষে মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন আশরাফীকে চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরীকে কো—চেয়ারম্যান, সাংবাদিক নূর মুহাম্মদ রানাকে মহাসচিব ও লেখক এম সাইফুল ইসলাম নেজামীকে সাংগঠনিক সচিব করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

শিগগিরই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM