দেড় কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার জব্দ

যশোরের চৌগাছা থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিজিবির যশোর ব্যাটালিয়নের অভিযানে এই স্বর্ণের বার জব্দ করা হয়।

- Advertisement -

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করবে একটি দল। এর ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কপোতাক্ষ নদে অভিযান চালায় বিজিবি।

- Advertisement -google news follower

এ সময় সেই এলাকায় একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে ধাওয়া করে বিজিবি। এ সময় লোকটি ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পালানোর সময় তার কোমরে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৩টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.৫১ কেজি এবং বর্তমান মূল্য প্রায় ১,৫১,৫০,০০০ (এক কোটি একান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

- Advertisement -islamibank

এ বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে। এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM