যাকাত আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২

রমজান উপলক্ষে যাকাত আনতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ৯ জন নারী এবং তিন শিশু রয়েছে।

- Advertisement -

শুক্রবার পাকিস্তানের করাচি শহরের নৌরুস মোড়ের একটি কারখানার যাকাত বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।

- Advertisement -google news follower

ডনের প্রতিবেদনে বলা হয়, যাকাত সংগ্রহ করতে সকাল থেকেই ওই কারখানায় শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে মানুষ আতঙ্কিত হয়ে একে অন্যকে ধাক্কা দেওয়া শুরু করলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্তকাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -islamibank

এদিকে এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও।

দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। জীবন নির্বাহ ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষ তিন বেলার খাবারের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন।

এ জন্য রমজান উপলক্ষে গত সপ্তাহে যাকাত বিতরণ কর্মসূচি চালু হলে প্রতিদিনই বিতরণ কেন্দ্রে অনেক মানুষ জড়ো হচ্ছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM