নিখোঁজ সাংবাদিক পত্নীর সন্ধান ভারতে

0

চট্টগ্রাম থেকে নিখোঁজ সাংবাদিক দেবাশীষ বড়ুয়ার দেবুর স্ত্রী মনিকা বড়ুয়া রাধার (৪৫) সন্ধান পেয়েছে পুলিশ। নিখোঁজ মনিকা রাধা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. কামরুজ্জামান জয়নিউজকে বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মনিকা বড়ুয়া রাধা অবস্থান করছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় পুলিশ আজ (৭ নভেম্বর) তাকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১২ এপ্রিল সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর স্ত্রী মনিকা লালখান বাজারের হাই লেভেল রোডের বাসা থেকে বের হওয়ার পর আর ঘরে ফেরেননি। এ ঘটনায় দেবাশীষ নগরের খুলশী থানায় সাধারণ ডায়েরি করেন। ২৮ এপ্রিল তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন সাংবাদিক দেবাশীষ। পেশায় গানের শিক্ষক মনিকা বড়ুয়া রাধা পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকার ইংরেজি মাধ্যমের লিটল জুয়েলস স্কুলে শিক্ষকতা করতেন।

জয়নিউজ/এফও/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM