বন্দরের বহির্নোঙরে চীনা জাহাজের প্রকৌশলী নিখোঁজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ রয়েছেন ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজের প্রধান প্রকৌশলী জ্যাং মিংইয়ান (৪১)। এটি চায়নার পতাকাবাহী বাল্ক জাহাজ। মঙ্গলবার লাইফবোটের সাহায্যে ওই জাহাজে থাকা সব নাবিক প্রাণে বেঁচে গেলেও নিখোঁজ রয়েছেন প্রধান প্রকৌশলী।

- Advertisement -

ঘটনার পরপর কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব ক্রাফটের সাহায্যে উদ্ধার কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয়। পরে ঘটনাটি খতিয়ে দেখতে মার্কেন্টাইল মেরিনেরও দ্বারস্থ হয় বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন প্রধান প্রকৌশলী।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, ‘ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ জাহাজটির নিখোঁজ চিফ ইঞ্জিনিয়ারকে উদ্ধারে চেষ্টা চালিয়েছে। মার্কেন্টাইল মেরিন কার্যালয়েরও দ্বারস্থ হয়েছি। পাশাপাশি আমাদের উদ্ধার কার্যক্রমও চলমান রয়েছে।’

জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে বন্দরের আলফা অ্যাংকারেজে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ঘটনার পর বিকেল সাড়ে ৫টায় জাহাজটির এজেন্সি জানায় তাদের সব নাবিক লাইফবোটের সাহায্যে প্রাণে বেঁচে গেছে। তবে রাত পৌনে ১১টার দিকে তাদের প্রধান প্রকৌশলী নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। এরপর কোস্টগার্ড ও বন্দরের নিজস্ব ক্রাফটের সাহায্যে উদ্ধার কার্যক্রম চালানো হয়।

- Advertisement -islamibank

১২ দিন আগে (১৮ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের মিনা এসএকিউআর বন্দর ছেড়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজটি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM