সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

0

সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রসহ মোঃ মোরশেদুল আলম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার (৭ নভেম্বর) তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত যুবক উপজেলার সোনকানিয়া ইউনিয়নের মির্জাখীল তাঁতীপাড়া এলাকার নুর আহমদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আক্কাস আলী ও এ.এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মোরশেদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সাতকানিয়া থানার এসআই আক্কাস জানান, গ্রেফতারকৃত আসামির শোবার ঘরের কাঠের বাক্সের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM