কাপ্তাই ৪১ বিজিবির ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা জোনের ৪১ বিজিবির উদ্যোগে স্থানীয় গরীব ও অসহায় ৬০ জনের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২ টায় কাপ্তাই ওয়াগ্গাজোন সদর দপ্তরে ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ এএসসি উপস্থিত থেকে অসহায়ের হাতে জনপ্রতি ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং নগদ টাকা তুলে দেন।

- Advertisement -google news follower

এছাড়া ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর আফছারের টিলা তালিমুল কুরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এবং কাপ্তাই সুইডিশ এলাকার দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার কমিটির সদস্যদের হাতে ৪১ বিজিবি পক্ষ হতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় বিজিবি অধিনায়ক বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার, তাই পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায় ছাড়াও অন্যান্য ধর্মের লোকজনদের হাতে আমরা সহায়তা করছি।
তিনি আরোও বলেন, একে অপরের বিপদে আপদে এগিয়ে আসলে, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এই এলাকায়।

- Advertisement -islamibank

বিতরণ অনুষ্ঠানে বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএন/ঝুলন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM