নিখোঁজ শিশু আয়নীর লাশ মিললো পাহাড়তলীতে

0

নিখোঁজের সাতদিন পর শিশু আবিদা সুলতানা আয়নী (১০) লাশ উদ্ধার করেছে পিবিআই। মঙ্গলবার দিবাগত রাতে পাহাড়তলীর ওয়ারর্লেস এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শিশু আয়নী পাহাড়তলী এলাকার আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পাহাড়তলীর আব্দুর কাজীর দীঘির পাড় এলাকায় তাদের বাসা।

মা মোছাম্মৎ বিবি ফাতেমা (২৬) পোশাক কারখানার কর্মী। শিশুটির বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

২১ মার্চ আয়নী নগরীর পাহাড়তলী থেকে নিখোঁজ হয়। পরে অপহরণের শিকার জানিয়ে স্থানীয় তরকারি ব্যবসায়ী মো. রুবেলের (৩৫) বিরুদ্ধে মামলা করেছেন তার মা। বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM