বোয়ালখালীতে বসতভিটা রক্ষার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

কর্ণফুলী নদীর ভাঙন থেকে বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামের বাসিন্দারা। ২৭ মার্চ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী-পুরুষ।

- Advertisement -

এসময় গ্রামবাসী বলেন, কর্ণফুলী নদীর ভাঙনে বাপদাদার জমিজিরাত-বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ ভাঙনে এখন নতুন মাত্রা যোগ করেছে ড্রেজিং। অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের ফলে হুমকির মুখে রয়েছে হাজার হাজার একর জমি ও শতশত পরিবারে বসতভিটা। প্রতিদিন অর্ধশতাধিক ড্রেজার নদীর পূর্বপাড়ে পশ্চিম গোমদন্ডী চরখিজিপুর এলাকায় নদীর তীর ঘেঁষে বালু ও মাটি তুলছে। অনতিবিলম্বে এ ড্রেজিং বন্ধ না করলে শতশত ঘরবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

- Advertisement -google news follower

মানববন্ধনে বক্তব্য রাখেন সুজায়েত আলী, মো.ছৈয়দ, রহমত আলী, মো. ইমরান হোসেন, জানে আলম, মঈন উদ্দীন, মো. লোকমান, মো. আজম, মো. ইদ্রিস আলী ও ওসমান গণি।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

- Advertisement -islamibank

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM