সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলার আবেদন করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে মো. কামাল উদ্দিন নামে এক আইনজীবী এ মামলার আবেদন করেন।

- Advertisement -google news follower

আদালত মামলার অভিযোগ শুনে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, এম এ মোতালেব গত ৭ মার্চ সকাল ৯টায় সাতকানিয়া উপজেলা কার্যালয়ে স্থাপিত অস্থায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জুতা পায়ে ফুল দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে তিনি এ অপরাধ করেছেন।

- Advertisement -islamibank

মামলার বাদী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন বলেন, জুতা পায়ে ফুল দিয়ে এম এ মোতালেব বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা, অসম্মান ও অমর্যাদা করেছেন। তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত এটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল গফুর বলেন, রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছেন। আবেদনের কপি মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM