পাঁচলাইশে কাশেম, বন্দরে মহিউদ্দিন

ওসি পদে রদবদল

0

নগরের পাঁচলাইশ ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদকে বন্দর থানায় এবং বন্দর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াকে পাঁচলাইশ থানায় পদায়ন করা হয়। বুধবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান এ আদেশ দেন।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) মাসুদ উল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জয়নিউজকে বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদকে বন্দর থানায় পদায়ন করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়াকে পাঁচলাইশ থানায় পদায়ন করা হয়েছে।

জয়নিউজ/ফরহান অভি/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM