চট্টগ্রামে শ্রদ্ধায় বীর শহীদের স্মরণ

0

চট্টগ্রামের সর্বস্তরের মানুষ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মুক্তিসংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সকালে মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তাঁরা স্মরণ করেন।

এসময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

প্রথমে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাসদসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরা।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM