বোধনের আঁধার ভেঙে আলোর মিছিলে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণ

0

আজ সন্ধ্যে সাতটায় নগরীর জামালখান মোড় সংলগ্ন ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সন্মুখে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করেছে ১৯৭১ সালের ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। এদিন পাকবাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে নির্মম গণহত্যায় মেতে উঠে।

আজ বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছরে এ ভয়াল কালরাত্রি এখনো বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। যা ইতিহাসের প্রতিটি পাতায় নারকীয় হত্যাকান্ড। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এ গণহত্যাকে আন্তজার্তিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই। এ গণহত্যা কালরাত্রির স্মরণানুষ্ঠানে প্রদীপ প্রজ্বালন, প্রতিবাদী একক ও দলীয় আবৃত্তি, কথামালার আয়োজন করা হয়েছে।

আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার। এতে উপস্থিত ছিলেন সুবর্ণা চৌধুরী, গৌতম চৌধুরী, অনুপম শীল, মৃন্ময় বিশ্বাস, সঞ্জয় পাল, পল্লব গুপ্ত, পার্থ বড়ুয়া,পলি ঘোষ।

পঁচিশে মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাই ” এ শ্লোগানে বোধনের আবৃত্তিশিল্পীরা আগুনের পরশমনি ও এ ভয়াল কালরাত্রির নির্মমতা তুলে ধরা হয় সর্বশেষ আঁধারে আলোর মিছিলের মাধ্যমে।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM