মালিবাগে বাস-ট্রেনের সংঘর্ষ, আহত ৩

0

রাজধানীর মালিবাগ রেলগেটে বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ ‍শুরু করেছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে ও কাজ করছে। এ বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ৩ জন আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানায় যোগাযোগ করা হলে তারা জানান, তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন।

তবে এটি তাদের থানার অন্তর্ভুক্ত কি না বলা যাচ্ছে না। দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

দুর্ঘটনাকবলিত বাসটি সোহাগ পরিবহনের ছিল। সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল জানান, ক্রসিংয়ের গেট বন্ধ ছিল না। বাসটি প্রায় ক্রসিং পার হয়ে গিয়েছিল। বাসের পেছন অংশে ট্রেনটির ধাক্কা লাগে। সে সময় বাসে কোনো যাত্রী ছিল না। ট্রেনের গতি কম ছিল।
জেএন/এমআর

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM