বিরল প্রজা‌তির লক্ষ্মীপেঁচা উদ্ধার

দিনাজপুরের কা‌লিতলা থে‌কে এক‌টি বিরল প্রজা‌তির লক্ষ্মীপেঁচা উদ্ধার ক‌রে‌ছে বন বিভা‌গের কর্মকর্তারা।

- Advertisement -

বুধবার দুপু‌রে প্রেসক্লাব চত্ত্ব‌রে বন বিভা‌গের ধর্মপুর বীট কর্মকর্তা মহসীন আলী‌ ও সদর রেঞ্জ সহকারী কনক সরকা‌রের হা‌তে লক্ষ্মীপেঁচাটি তু‌লে দেন স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ্ রহমত।

- Advertisement -google news follower

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের সহ সভাপ‌তি র‌জিউদ্দিন চৌধুরী ডাব্লু, কোষাধক্ষ প্রদিপ ঘোষ, নাট‌্য বা‌ক্তিত্ব হারুন, রেজওয়ান রহমতুল্লাহ্ রোজাসহ গনমাধ‌্যমকর্মীরা।

স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ্ রহমত জানান, বিরল প্রজা‌তির এই লক্ষ্মীপেঁচা কা‌লিতলায় থানার পা‌শে আমার বড় ভাইয়ের বাসার রান্নাঘ‌রে বুধবার সকাল সা‌ড়ে ১১টায় চারতলার ছাদ‌ দি‌য়ে প্রবেশ ক‌রে।

- Advertisement -islamibank

প‌্যাচাঁ‌কে দে‌খে বাসার সবাই বেশ ভয় পে‌য়ে যায়। প‌র তা‌কে মোটা কাপড় দি‌য়ে ধ‌রে বন বিভা‌গে খবর দেওয়া হয়।

ধর্মপুর বীট কর্মকর্তা মহসীন আলী জানান, খবর পে‌য়ে আমরা দ্রুত চ‌লে আসি এবং লক্ষ্মীপেঁচাটি‌কে হেফাজ‌তে নেই।

দিনাজপু‌র প্রেসক্লা‌ব থে‌কে এই বিরল প্রজা‌তির লক্ষ্মীপেঁচা‌কে রামসাগর জাতীয় উদ‌্যা‌নে নি‌য়ে যাওয়া হ‌বে। সেখা‌নে তা‌কে প্রয়োজ‌নীয় চি‌কিৎসা দি‌য়ে সুস্থ ক‌রে অবমুক্ত করা হ‌বে প্রকৃ‌তি‌তে।

লক্ষ্মীপেঁচা রা‌তে ফস‌লি জ‌মির ক্ষ‌তিকর ইদুর শিকার ক‌রে। তাই এই প‌্যাঁচা‌কে প‌রি‌বেশ বান্ধব ও প্রাকৃ‌তিক কিটনাশক বলে।

এদি‌কে খবর পে‌য়ে অ‌নে‌কেই লক্ষ্মীপেঁচা দেখ‌তে প্রেসক্লাব চত্ত্ব‌রে ভীর ক‌রে। অ‌নে‌ককে ছ‌বি তুল‌তেও দেখা যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM