সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার (২২ মার্চ) দুপুর আড়াইটার সময় উপজেলার বাশঁবাড়ীয়া চম্পা স্টিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পথচারীর নাম মিল্টন নাথ। বয়স ৩৫ বছর। তিনি বাঁশবাড়িয়া এলাকার আবু কোম্পানি বাড়ির বাসিন্দা অরবিন্দন নাথের ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় মিল্টন নামে এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসে তার বাবা অরবিন্দ।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM