বাঁশখালীতে হরিণ জবাই, ৫ জনের কারাদণ্ড

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে মায়া হরিণ শিকার ও জবাইয়ের অপরাধে ৫ শিকারীকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান এ দণ্ডাদেশ দেন।

- Advertisement -

তিনি জানান,বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ২৩ (২) ধারার অপরাধে ২৬ (১ক) ধারায় এ দণ্ড দেওয়া হয়।

- Advertisement -google news follower

দণ্ডিতরা হলেন- বাঁশখালী নাপোড়া ৫নং ওয়ার্ডের মো. আলীর ছেলে মো. জসিম (২১), আলী হোসেনের ছেলে মো. নেজাম (২০), নেয়ামত আলীর ছেলে মনজুর (৩০), আব্দুল হকের ছেলে মো. হোসেন (৪০) এবং মকসেদ আলীর ছেলে কালু (১৮)। মঙ্গলবার তাদের এ দণ্ড দেওয়া হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বনবিভাগের সহায়তায় বাঁশখালী উপজেলার নাপোড়া চুনতি অভয়ারণ্যে বন্যপ্রাণী শিকারের সময় অভিযান চালিয়ে ৫ শিকারিকে আটক করা হয়। এ সময় মায়া হরিণ জবাই করে পরিবহনের সময় ৫ জনকে হাতেনাতে আটক করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM