ভরিতে ১১৬৭ টাকা কমলো স্বর্ণের দাম

ভরিতে একলাফে ৭ হাজার টাকা বাড়ায় প্রতি ভরি সোনার দাম হয়েছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা। তবে কয়েকদিনের ব্যবধানে হঠােৎই কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ১১৬৭ টাকা কমিয়ে নতুন দাম ঠিক করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এখন প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৭ টাকা।

- Advertisement -

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় নতুন মূল্যের ঘোষণা দেয় বাজুস। একই সঙ্গে বলা হয় সোনার নতুন দাম আগামীকাল বুধবার (২২ মার্চ) থেকে কার্যকর করা হবে।

- Advertisement -google news follower

এর আগে দে‌শে সোনার দাম সর্বকালের সব রেকর্ড ভেঙেছিল। ভরি প্রতি সোনা ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত ১৯ মার্চ নতুন দাম নির্ধারণ হওয়ার ৪ দিনের মাথায় কমানোর ঘোষণা দিলো বাজুস।

মঙ্গলবার ( ২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM