শাহজাহান চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি

0

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহানকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম শহরের হালিশহর জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ওসি শাহজাহানের হাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার নুরে আলম মিনা।

এ সময় চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসি, পুলিশ অফিসার ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি সন্দ্বীপে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্বার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো. শাহজাহানকে নির্বাচিত করা হয়।

মো. শাহজাহান ইতিপূর্বে বিভিন্ন সময়ে শ্রেষ্ঠ জেলা ওসি হিসেবে পুরস্কৃত হওয়া ছাড়াও দুইবার প্রেসিডেন্ট পুলিশ পদক পেয়েছেন।

জয়নিউজ/বাবু/শহীদ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM