চট্টগ্রামকে স্মার্ট জেলা গড়তে “স্মার্ট ইউটিলিটি” শীর্ষক কর্মশালা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামকে স্মার্ট জেলা হিসেবে রুপান্তর করার লক্ষ্যে “স্মার্ট ইউটিলিটি” সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

গতকাল সোমবার (২০ মার্চ) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এর সভাপতিত্বে, তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানাত মো. বেলাল, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন অংশগ্রহণ করেন।

তাছাড়া জেলা পুলিশ, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইউসিবিএল ব্যাংক লিমিটেড এর প্রতিনিধিগণ এবং ২জন এনজিও প্রতিনিধি কর্মশালায় উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

পাশাপাশি এ কর্মশালায় অনলাইনে যুক্ত ছিলেন চট্টগ্রামের ১৫টি উপজেলার সকল ইউএনও ও সকল এসি ল্যান্ডবৃন্দ।

কর্মশালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানাত মোঃ বেলাল স্মার্ট ইউটিলিটির অংশ হিসাবে আগামী ৬ মাসের বর্জ্য ব্যবস্থাপনা ও শহরের মধ্যে ঝুলে থাকা ক্যাবল নেটওয়ার্ক এর স্মার্ট ব্যবস্থাপনা বিষয়ে সুচিন্তিত প্লান প্রেজেন্টেশন আকারে পেশ করেন।

এছাড়া প্যানেল মেয়র, মোহাম্মদ গিয়াস উদ্দিন যত্রতত্র ব্যানার, ফেস্টুন ও পোস্টার না লাগানো এবং ফুটপাত মুক্ত করে পথচারীদের চলাচলের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে প্রস্তাব করেন।

পাশাপাশি বাংলাভাষায় সকল সাইনবোর্ড একই ডিজাইনে করার বিষয়ে প্রস্তাব পেশ করেন একজন এনজিও প্রতিনিধি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM