প্রাইভেটকারে ইয়াবা পাচার রুখে দিল পুলিশ,আটক ২

0

চট্টগ্রামের চন্দনাইশে প্রাইভেট কারে ইয়াবা পাচারের খবরে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সওজ কার্যালয়ের সামনে থেকে পুলিশ এসব ইয়াবাসহ তাদের আটক করতে সক্ষম হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজাররের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত হাজী গুরা মিয়ার ছেলে মোস্তাক আহমদ ও মৃত মীর আহমদের ছেলে দিলদার।

আটকের তথ্য নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গোপন সোর্সের খবরে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM