মস্কোয় পৌঁছেছেন শি জিনপিং

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার রাশিয়ায় পৌঁছেছেন। সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ায় গেলেন চীনা প্রেসিডেন্ট।

- Advertisement -google news follower

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে দেশ দুইটির প্রধানের মধ্যে আলোচনা হতে যাচ্ছে।

সূত্র বলছে, ইউক্রেন যুদ্ধ দিয়ে শান্তির বার্তার যে প্রস্তাব চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটিও আলোর মুখ দেখতে পারে শির এই সফরের মাধ্যমে। তবে চীনের প্রস্তাবে পুতিন খুশি থাকলেও বেজায় বেজার ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM