রাঙামা‌টিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২

0

পার্বত্য জেলা রাঙামা‌টির মা‌নিকছ‌ড়ি‌তে পর্যটকবাহী বাস উল্টে ২ জন নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার সন্ধ্যার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রাঙামা‌টির অতি‌রিক্ত পু‌লিশ সুপার শাহ‌নেওয়াজ রাজু এই বাস দুর্ঘটনা এবং হতাহত হওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

জানা গে‌ছে, শুক্রবার সকালে পর্যটক নি‌য়ে চট্টগ্রা‌মের ভাটিয়ারী থে‌কে রাঙামা‌টিতে আসে বাস‌টি। ফি‌রে যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে রাঙামা‌টির মা‌নিকছ‌ড়ি‌তে বাস‌টি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসযাত্রী দুই পর্যটক নিহত হন। তাৎক্ষ‌ণিকভা‌বে তাদের নাম-পরিচয় জানা যায়‌নি। আহতরা হলেন- নুরুল ইসলাম, জামাল উদ্দিন ও আরমান খান।

জানা গেছে, হতাহতরা সবাই ভা‌টিয়ারী এলাকার বা‌সিন্দা এবং এক‌টি বেসরকারি ফ্যাক্টরি‌তে চাকরি করেন।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM