অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিমান বাহিনীর সার্জেন্ট নিহত

0

নোয়াখালীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারালেন আনোয়ার হোসেন (৩৯) নামের বাংলাদেশ বিমান বাহিনীর এক সার্জেন্ট

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার দাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন ওই ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্জেন্ট পদে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত দিনের ছুটিতে বাড়িতে আসেন আনোয়ার। বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি।

উপজেলার দাদপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাত গাড়ি মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×