খুলশীতে অজ্ঞাতনামা ভিক্ষুকের মরদেহ উদ্ধার করল পুলিশ

0

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে নাসিরাবাদ আবাসিক এলাকার গেটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, কিছুদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলো অজ্ঞাতনামা এ ভিক্ষুক।

বৃহস্পতিবার বেলা ১২টার সময় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে খুলশী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাকে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পিআইবির সদস্যরাও এসেছেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×