বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাওয়াশ করায় টাইগারদের আ জ ম নাছিরের অভিনন্দন

0

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশের স্বাদ দিল টাইগাররা। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়ল বাংলাদেশ।

সকলকে ক্রিকেট দলের পাশে থাকার অনুরোধ করে নাছির বলেন, আমাদের ক্রিকেটাররা ভালো করছে। ক্রিকেট পরাশক্তিগুলোকে হারানোর রেকর্ড আমাদের আছে। একটি দল সব সময় ভালো করবে এমন কথা নেই। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমাদের প্রত্যাশা একটু বেশি। তাই তাদের সাহস ও সমর্থন জোগাতে হবে।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM