চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ৭ লাখ টাকা জরিমানা

0

চট্টগ্রাম নগরীতে বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে ৫টি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) জিইসি মোড় ও মুরাদপুর এলাকায় অবস্থিত কাচ্চি ডাইনকে ১ লাখ ২০ হাজার টাকা, এশিয়ান কাবাব ও বিরিয়ানি হাউজকে ১ লাখ টাকা, মক্কা হোটেলকে দেড় লাখ টাকা, বাগদাদ হোটেল ও বিরানী হাইজ’কে ২ লাখ টাকা এবং খাবার মেলা রেস্তোরাকে ও বিরানী হাউজকে দেড় লাখ টাকাসহ ৫টি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ডের অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১২ ও ১৪ মার্চ এই দুদিনের অভিযানে র‌্যাব-৭, চট্টগ্রাম এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত ১০টি প্রতিষ্ঠানকে ২৪ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM