রমজান উপলক্ষে সিএমপির নিরাপত্তা সভা

0

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন সংস্থার সাথে সিএমপি এর ‘নিরাপত্তা সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে দামপাড়া পুলিশ লাইনস্থ মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। এসময় তিনি পবিত্র মাহে রমজান উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সুনির্দিষ্ট বিষয়গুলোর উপর আলোকপাত করেন।

নিরাপত্তা সমন্বয় সভাটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ছাড়াও সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) আ স ম মাহতাব উদ্দিন ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM