মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার হামলায় ২৮ জন নিহত

মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশের নান নেইন গ্রাম ও সেখানকার একটি বৌদ্ধ মঠে বিমান হামলা চালিয়েছে জান্তা।

- Advertisement -

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘটা অতর্কিত সেই হামলায় বৌদ্ধ মঠ ও তার আশপাশের এলাকায় নিহত হয়েছেন ২৮ জন।

- Advertisement -google news follower

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে অন্তত ২৮ জন নিহত হয়েছে।

দুই বছর আগে এক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে তার সেনাবাহিনী এবং সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। এতে প্রাণহানিও নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -islamibank

শনিবার বিকেলে গোলাগুলির পরে সেনাবাহিনীর বিমান বাহিনী গ্রামটিতে প্রবেশ করে বলে জানা গেছে।

হামলার ঘটনার পর ওই ঘটনার ভিডিওতে অন্তত ২১টি মৃতদেহ দেখায়, যার মধ্যে তিনটি বৌদ্ধ ভিক্ষুদের পরা কমলা পোশাক পরা অবস্থায় ছিল। এছাড়া আরও সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।

মৃতদেহগুলোতে একাধিক গুলির আঘাতের চিহ্ন ছিল বলে ধারণা করা হচ্ছে ভিডিও ফুটেজ থেকে।

স্থানীয় সংবাদপত্র দ্য কান্তারওয়াদ্দি টাইমস, কেএনডিএফ-এর একজন মুখপাত্রকে বলেছেন “ধারণা করা হচ্ছে তাদের মঠের সামনে লাইনে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM