মনোনয়ন পেয়েও পুরস্কার হাতছাড়া জয়ার, বাজিমাত শুভশ্রীর

ভারতের অন্যতম আলোচিত অ্যাওয়ার্ডস হলো ‘ফিল্মফেয়ার’। বলিউডের পাশাপাশি গত পাঁচ বছর এটি অনুষ্ঠিত হয় কলকাতায়ও। টলিউডের সিনেমাগুলোকে দেওয়া হয় পুরস্কার। কলকাতার সিনেমার জন্য এ পুরস্কার তিনবার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান

- Advertisement -

এ বছরও মনোনয়ন পেয়েছিলেন। অনেকেই ধারণা করেছেন, এবারও জয়ার হাতেই উঠতে যাচ্ছে সেরা অভিনেত্রীর পুরস্কার। কিন্তু, পারলেন না জয়া। এবার সমালোচক ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায় চৌধুরী (মহানন্দা)।

- Advertisement -google news follower

১০ মার্চ কলকাতায় অনুষ্ঠিত এবারের আয়োজনে আরও যারা সেরা হলেন- সেরা সিনেমা ‘দোস্তজী’ ও ‘বল্লভপুরের রূপকথা’, সমালোচকদের বিচারে সেরা সিনেমা ‘দ্যা হোলি কনস্পিরেসি’ ও ‘অভিযান’, সেরা পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)।

সেরা অভিনেতা মিঠুন চক্রবর্তী (প্রজাপতি), সমালোচকদের বিচারে সেরা অভিনেতা যিশু সেনগুপ্ত (অভিযান), সেরা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী), সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায় চৌধুরী (মহানন্দা)।

- Advertisement -islamibank

সেরা সহ-অভিনেতা শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা), সেরা সহ-অভিনেত্রী মমতা শঙ্কর (প্রজাপতি), সেরা নবাগত অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম)।

সেরা নবাগত অভিনেত্রী শ্রুতি দাস (এক্স = প্রেম), সেরা নবাগত পরিচালক ঈশান ঘোষ (ঝিল্লি) ও কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা : আইটিআই সেগুন), সেরা গায়ক অরিজিৎ সিং-আজকে রাতে (বিসমিল্লাহ), সেরা গায়িকা কৌশিকী চক্রবর্তী-কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM