বোয়ালখালীতে পিক আপের ধাক্কায় বাইকের দুই আরোহী আহত

0

চট্টগ্রামের বোয়ালখালীতে পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেলের দুই আরোহী।

রবিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজের সামনে আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কলেজের কয়েকজন ছাত্র।

উপজেলা হাসপাতালের কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাবিলা তাসনিম বলেন, দূর্ঘটনায় গুরুতর আহত মো.টিটুকে (৩৯) প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই দূর্ঘটনায় আহত আরো একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।

আহত টিটুর বাড়ি চট্টগ্রামের কোরবানি গঞ্জ বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী কলেজ ছাত্ররা জানান, পটিয়াগামী দ্রুতগতির মোটরসাইকেলটিকে সড়কের পাশে থাকা পিক আপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলসহ পড়ে যান দুই আরোহী। তারা গুরুতর আহত হয়েছেন।

জেএন/পূজন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM