মেডিক্যাল ভর্তি পরীক্ষায় পাসের হার ৩৫.৩৪ শতাংশ

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে রোববার। এ পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজারের বেশি পরীক্ষার্থী।

- Advertisement -

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিক্যালের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় বসেন ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন। পরীক্ষায় পাস করেন ৪৯ হাজার ১৯৪ জন, যা অংশগ্রহণকারীদের ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

- Advertisement -google news follower

এবার এমবিবিএস পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীদের মধ্যে ৬৪ হাজার ২৬৪ ছাত্র ও ৭৪ হাজার ৯৫৩ জন ছাত্রী ছিলেন। শুধু ঢাকায় আবেদনকারী ছিলেন ৫৭ হাজার ৪৩৬ জন।

গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ৩৮১ জন ছাত্রী পাস করেছেন। পাস করা ছাত্রের সংখ্যা ২০ হাজার ৮১৩।

- Advertisement -islamibank

সারা দেশে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। বেসরকারি মেডিক্যাল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৭৭২।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM