সীতাকুণ্ডে তুলার গোডাউনে আগুন

0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সীতাকুণ্ড থানার কুমিরা এলাকার ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের দুটি ইউনিট এবং পরবর্তীতে সীতাকুণ্ড স্টেশনের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নগরীর আগ্রাবাদ স্টেশনও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ।

তিনি বলেন, গুদামটিতে বিপুল পরিমাণ তুলার গাইট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM