চট্টগ্রামে এইচএসসিতে চ্যালেঞ্জে পাল্টে গেলে ৭৬ শিক্ষার্থী ফল

0

এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলকে চ্যালেঞ্জ করে পুন: নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৭৬ শিক্ষার্থী। এছাড়া ৫৭ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে।

শুক্রবার এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার ১২ হাজার ২৩ শিক্ষার্থী মোট ৩৯ হাজার ৪৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এরমধ্যে ৭৪৭ শিক্ষার্থীর ৭৭৭টি উত্তরপত্রের ফলাফল পরিবর্তন হয়েছে। সিজিপিএ পরিবর্তন হয়েছে ২৮৬ শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণে মার্ক বাড়ার পরও ১৪৪ শিক্ষার্থী ফেল থেকে পাস করতে পারেনি। এবার ফেল থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায় নি।

এরআগে ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামসহ সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছিল।
জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM