গুলিস্তানে বিস্ফোরণ : চিকিৎসাধীন একজনের মৃত্যু

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুসা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

- Advertisement -

বুধবার (৮ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ড মেইল এইচডিইউতে ৯৮ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

- Advertisement -islamibank

এদিকে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ১২ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে মো. মুসা ছাড়াও ছিলেন মো. হাসান (৩২), মো. ইয়াসিন (২৬), খলিল (৫০), আজম (৩৬), অলি সিকদার (৫৫), বাবলু (২৫), আল আমিন (২৫), বাচ্চু মিয়া (৫৫), জাহান (২৫) ও মোস্তফা (৫০)।

এর আগে, বিকেল ৫টার দিকে ভবনটি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM