মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ: ২ জনের মৃত্যু

ইতালিয়ান বিমানবাহিনীর দুইটি উড়োজাহাজের মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (৭ মার্চ) রোমের উত্তর-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর: এএফপি।

- Advertisement -google news follower

ইতালির প্রধানমন্ত্রী জানান, মঙ্গলবার রোমের উত্তর-পশ্চিমে প্রশিক্ষণ মহড়ায় মাঝ আকাশে সংঘর্ষে দুই উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন।

বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুই পাইলট ইউ-২০৮ প্রশিক্ষণ উড়োজাহাজে এবং তারা একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

- Advertisement -islamibank

প্রশিক্ষণের সময় গুইদোনিয়ার কাছে এ দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিহত পাইলটদের পরিবার ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন তিনি।

জানা গেছে, ইউ-২০৮ একটি হালকা এক ইঞ্জিনের উড়োজাহাজ। এগুলো পাইলটসহ চারজন যাত্রী বহন করতে পারে। এই উড়োজাহাজের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM