মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মিরসরাই কলেজ ছাত্র আব্দুল্লাহ আল আরমানসহ ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন পৌরসভা যুবলীগের নেতা কর্মীরাসহ কলেজ ছাত্ররা। মানববন্ধনে হামলাকারীদের বিচার চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন তুলে ধরেন।

- Advertisement -google news follower

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌরসভা যুবলীগের নেতা মিয়া মো. পারভেজ, শেখ মোমিন, সাদেক হোসেন, কলেজ ছাত্র মো. মুজিবুর রহমান, শাহরিয়ার নাজিম, ফয়সাল আহম্মেদ, শাকিল, ফখরুল ইসলাম, সাইমুন জিতু, রাফি, শুভ,দ্দদ্দআরাফাত, ওহিদ, আশরাফ, শাহিন, আলিফ প্রমুখ।

প্রসঙ্গত, গত রবিবার (০৫ মার্চ) রাত সাড়ে ১০ টায় মিরসরাই পৌরসভার স্টেডিয়ামের মজুমদার ষ্টোরে সামনে কথাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল আরমান (২০), আব্দুর রহমান শুভ (২০), যুবলীগ নেতা মো. রাসেল (২৮) ও সিএনজি চালক মো. ইমাম (২২) আহত হয়। আহতরা মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুর অনুসারী। আহতদের মধ্যে আরমানের অবস্থা আশংকাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

- Advertisement -islamibank

জেএন/জাবেদ/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM