আনোয়ারায় মাঠ পর্যায়ে এলএ শাখার ক্ষতিপূরণ বিতরণ

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশনায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) কর্তৃক চেক বিতরণ করা হয়েছে।

- Advertisement -

আজ সোমবার (৬ মার্চ) ২৫ জন ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে প্রায় ৮০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ এসব ব্যক্তি তাদের নিজ ঘরের পাশে নিজ হাতেই ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেছেন।

- Advertisement -google news follower

আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদ ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন তাদের হাতে চেক তুলে দেন।

এবিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফরুজ্জামান বলেন, এলএ শাখার মাধ্যমে চেক বিতরণের কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে।

- Advertisement -islamibank

জালিয়াতি ও প্রতারণারোধে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিকে সরেজমিন তার নিজ জায়গায় ক্ষতিপূরণের চেক বিতরণ করছে। দালালদের দৌরাত্ম কমাতে কাজ করে যাচ্ছি। এর সুফল জনগণ পাবে বলে আশা করি।

অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) জানান এখন হতে মাঠ পর্যায়ে চেক বিতরণ কার্যকক্রম অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM