ঢামেকে এক কারাবন্দী কয়েদির মৃত্যু

0

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক কারাবন্দী কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (৫ মার্চ) দিবাগত রাতে ঢামেকে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত মো. আবু সাঈদ হোসেন (৪০) মাদক মামলায় বন্দি ছিলেন। তার বাবার নাম মৃত ইয়াছিন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, রোববার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু সাঈদ। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. মানিক হোসেনসহ কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM