নির্বাচনী আচরণ বিধি ভেঙে প্রচারণা, যুবলীগ নেতাকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন ও সড়ক দখল করায় মো.ইলিয়াছ নামের এক ইট ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

আজ রবিবার (৫ মার্চ)সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ আদালত পরিচালনা করেন।

- Advertisement -google news follower

তিনি জানান, সড়কের জায়গা দখল করে ইটের ব্যবসা করছিলেন মো. ইলিয়াস নামের এক ব্যবসায়ী। তিনি জনদূর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আসন্ন উপজেলা পরিষদ উপনির্বাচন উপলক্ষ্যে প্রচারণার সময় নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

জানা গেছে, যুবলীগ নেতা শাহাদাত হোসেন গাড়িতে উপজেলা পরিষদ উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী পোস্টার সাঁটিয়ে প্রচারণা করছিলেন।

জেএন/পূজন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM