বাঁশখালীতে পুকুরে ডুবে চার বছর বয়সী শিশুর মৃত্যু

0

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ মার্চ) দুপুর ২টায় উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের ২ নম্বর ওয়ার্ড এলাকার হেড পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম মরিয়ম আক্তার। সে ওই এলাকার ছৈয়্যদুল ইসলামের মেয়ে।

পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পানিতে পড়ে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর।

তিনি বলেন, পরিবারের সদস্যরা তাকে অনেক্ষন ধরে খুঁজাখুজির পর মরিয়ম আক্তারের লাশ পানি ভাসতে দেখে। পরে ভাসমান অবস্থায় তাকে পানি থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM