জেলার সোহেল সম্পর্কে জানতে তদন্ত কমিটি চট্টগ্রামে

0

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসের বিষয়ে তদন্ত করতে চট্টগ্রামে এসেছেন তদন্ত কমিটির সদস্যরা।

সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টায় তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসেন।

বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. সগির মিয়া তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন। কমিটির অন্য সদস্যরা হলেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন ও খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ।

চট্টগ্রাম কারাগার সূত্রে জানা যায়, সোমবার তদন্ত কমিটির সদস্যরা কারাগারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা কারাগারের কারারক্ষী, কারাবন্দীসহ অন্যদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে গত ২৬ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ আটক করেন রেলওয়ে পুলিশের সদস্যরা।

জয়নিউজ/ফারুক/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM