জামালখান থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ জন আটক

চট্টগ্রাম নগরের জামালখানের ‘কাচ্চি ডাইন’ নামের একটি রেস্টুরেন্ট থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের পরিবারের লোকজন জানিয়েছেন, তারা ‘টি টোয়েন্টি প্লাস’ নামের একটি ব্যবসায়ী সংগঠনের নেতা কর্মী। তবে পুলিশ দাবি, তাদের সকলেই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী।

- Advertisement -

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ‘কাচ্চি ডাইন’ এর তৃতীয় তলা থেকে ওই ৩০ জনকে আটক করা হয়।

- Advertisement -google news follower

জানা গেছে , ‘টি টোয়েন্টি প্লাস’ নামের একটি সংগঠনের ব্যানারে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ‘অভিষেক অনুষ্ঠানের’ আয়োজন করা হয়। সেখানে আন্দরকিল্লা, টেরি বাজার ও আশে পাশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তবে বেশিরভাগ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত লোকজন টি টোয়েন্টি প্লাস সংগঠনের সঙ্গে জড়িত।

পুলিশের দাবি, জামায়াত ও ছাত্র শিবিরের লোকজন সামাজিক ব্যবসায়ী সংগঠনের আড়ালে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM