বিয়েতে নতুন বউয়ের ওজন সমান স্বর্ণ উপহার দিল বরপক্ষ

0

বিয়েতে পারিবারিক ঐতিহ্য অনুযায়ী নতুন বউয়ের ওজন পরিমাণ স্বর্ণ উপহার দিয়ে অনুষ্ঠানে সবাইকে তাক লাগালেন বর পক্ষের পরিবার। সেই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।

পাকিস্তানের ওই পরিবারটি সংযুক্ত আরব আমিরাতে বিয়ের আয়োজন করে। এতে আগত অতিথিদের সামনে বউকে ওজন মাপার যন্ত্রে বসিয়ে তার সমপরিমাণ স্বর্ণ প্রদান করা হয়।

বিয়ের অনুষ্ঠানে কনে ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তার বিয়ের পোশাক থেকে শুরু করে তার গহনা, সবার নজর কাড়ে। তবে বিয়েতে আগতরা বউয়ের ওজন পরিমাণ স্বর্ণ প্রদানকে ভালোভাবে নেয়নি। কেউ কেউ একে যৌতুক বলে মন্তব্য করেছেন।

দ্য সিয়াসত ডেইলির খবরে বলা হয়েছে, ওই কনের ওজন ছিল ৭০ কেজি। এই পরিমাণ স্বর্ণই তাকে উপহার দেওয়া হয়েছে।

বিয়ের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে এর তীব্র সমালোচনা করেছেন। তবে বরকে উল্লাস করতে দেখা গেছে। কনের বাবা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একজন পাকিস্তানি ব্যবসায়ী।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM