চিটাগাং চেম্বার ও ইউনিডো’র প্রতিনিধির সাথে মতবিনিময়

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাথে জাতিসংঘের শিল্পায়ন ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউনিডো’র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলাপমেন্ট অফিসার ইকো তোশিনাগা ’র সাথে এক মতবিনিময় সভা ৪ মার্চ সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে হাইসন ইন্টান্যাশনাল’র স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট মিখাইল আই ইসলাম , জাপানের সাবেক অনারারী কনসাল জেনারেল নুরুল ইসলাম, চেম্বারের প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম এওটিএস এলুমনি সোসাইটি’র সভাপতি ইঞ্জিনিয়ার এ. ইউ. এম. জুবায়ের, উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ শাহ, ইউএস লাইন্স লিঃ’র নির্বাহী পরিচালক আতাউল করিম, রিলায়েন্স এসেট্স্ এন্ড ডেভেলাপমেন্টস (বিডি) লিঃ’র পরিচালক ওমর মুক্তাদির বক্তব্য রাখেন।

- Advertisement -google news follower

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোঃ ইফতেখার ফয়সাল ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম) ।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, আমাদের স্থানীয় ব্যবসায়ীরা জাপানের বিভিন্ন কোম্পানীর সাথে বিশেষ করে কনস্ট্রাকশন, শিপিং, লজিস্টিক, ইলেক্ট্রনিক্স, মেডিকেল ইকুইপমেন্ট, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং অটোমোবাইল সেক্টরে যৌথ বিনিয়োগে আগ্রহী। এক্ষেত্রে চিটাগাং চেম্বার ব্যবসায়ী এবং জাপানের বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে জাপান ডেস্কসহ বিনিয়োগবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। ভবিষ্যতে চিটাগাং চেম্বার জাতিসংঘের শিল্পায়ন উন্নয়ন বিষয়ক সংস্থার সাথে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ব্যবসায়ে সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাসকরণ, গ্রীণ প্রযুক্তি নির্ভর বিনিয়োগে উৎসাহিতকরণে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

- Advertisement -islamibank

ইউনিডো’র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলাপমেন্ট অফিসার ইকো তোশিনাগা বলেন-বিশ্বের বিভিন্ন দেশে শিল্পায়নের জন্য কাজ করে যাচ্ছে ইউনিডো। ইউনিডো জাপানস্থ আইটিপিও অফিস বাংলাদেশের সাথে জাপান হতে বিনিয়োগ আকর্ষণ ও প্রযুক্তি বিনিময় নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আগামী মে মাসের ২২-২৬ তারিখ বাংলাদেশের হাইসন ইনভেস্টর ম্যানেজমেন্ট এন্ড এডভাইজরী সার্ভিস’র সাথে জাপানে ‘ইনভেস্টর বিটুবি জাপান ২০২৩’ শীর্ষক একটি ডেলিগেশন প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে। উক্ত প্রোগ্রামে জাপানের বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠান ও ওসাকা চেম্বারের সাথে ৪দিনব্যাপী সম্মেলন ও মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য চিটাগাং চেম্বারের মাধ্যমে ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান এবং চিটাগাং চেম্বারের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মতবিনিময় সভায় ‘ইনভেস্টর বিটুবি জাপান ২০২৩’ বিষয়ক তথ্যচিত্র তুলে ধরেন হাইসন ইন্টান্যাশনাল’র স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট মিখাইল আই ইসলাম। চিটাগাং চেম্বারের ইনিশিয়েটিভ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র পক্ষ থেকে চট্টগ্রামে বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন সক্ষমতা ও সম্ভাবনার উপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM